চট্টগ্রামে ভারত থেকে আসা করোনা আক্রান্ত চারজনকে আবারো ভর্তি করা হয়েছে হাসপাতালে। একই সাথে তাদের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা সেটি শনাক্ত করতে নমুনা পাঠানো হয়েছে সিভাসুতে। বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাক্তার সেখ ফজলে রাব্বি।
একই সাথে তাদের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা সেটি শনাক্ত করতে নমুনা সংগ্রহ করে সকালে তা পাঠানো হয় সিভাসুতে। বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডাক্তার সেখ ফজলে রাব্বি জানান, আগামী কয়েকদিনের মধ্যে জানা যাবে সেটির ফলাফল।
বর্তমানে তাদের তিনজন ভর্তি আছেন চমেক হাসপাতালে। আর একজনকে রাখা হয়েছে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গত ৭ মে ভারত থেকে দেশে ফেরেন এই চারজন।
প্রথম দফায় নমুনা পরীক্ষায় নেগেটিভ আসলেও, দ্বিতীয় দফায় আসে পজিটিভ। তবে তার আগেই হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয় তাদের।