ads
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

ঘুরতে গিয়ে যমুনা নদীতে ডুবে ৩ বোনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ১৭ বার পঠিত

গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীতে ঘুরতে গিয়ে পানিতে ডুবে তিন বোনের মর্মান্তিক মৃত্যু।

মঙ্গলবার (১৮ই মে) সাঘাটা উপজেলার কচুয়া হাট সংলগ্ন যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বিথি, রিতু ও ফাতিমা। এদের মধ্যে বিথি ও রিতু আপন বোন এবং ফাতিমা তাদের মামাতো বোন।

পুলিশ জানায়, বিথি, রিতু ও ফাতিমা রংপুর থেকে গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া হাটে মামার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে তারা যমুনা নদীর পাড়ে ঘুরতে যায়। এ সময় নদীর পাড়ে একজন পা পিছলে পড়ে গেলে বাকি দু’জন তাকে তুলতে গিয়ে তিনজনই পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘন্টাখানেক অভিযান চালিয়ে বিকেল সাড়ে তিনটার দিকে তিনজনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102