ads
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুর্ভাগ্য দুটো বিয়ে টেকেনি শ্বেতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

অনলাইন ডেস্কঃ শ্বেতার সঙ্গে রাজার বিচ্ছেদের প্রায় ১৪ বছর কেটে গেছে। ২০০৭ সালে দু’জনের বিচ্ছেদ হয়। শ্বেতার প্রথম স্বামী ভোজপুরী অভিনেতা রাজা চৌধুরী। বিয়ের সাত বছর পর দুজনের বিচ্ছেদ হয়। এরপর ২০১৩ সালে অভিনব কোহলিকে বিয়ে করেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। যদিও ২০১৯ সালে বিচ্ছেদ হয় তাঁদের। তাঁদের এক ছেলে আছে। এবিষয় অভিনেত্রীর প্রাক্তন স্বামী রাজা, তাঁর দুটো বিয়ে না টেকায় দুঃখ প্রকাশ করেছেন।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজা জানিয়েছেন, যদি শ্বেতার দুটো বিয়ে নাও টেকে, সেটার মানে এটা নয় যে ও একজন খারাপ মানুষ। পাশাপাশি তিনি জানিয়েছেন, শ্বেতা একজন ভাল স্ত্রী এবং ভাল মা। রাজা বলেন, শ্বেতার দু’বার বিচ্ছেদ হয়েছে একইভাবে। তাই লোকে ওকে নিয়ে প্রশ্ন করছে। তবে দেখলে বোঝা যাবে স্ত্রী এবং মা হিসেবে শ্বেতা এক অসাধারণ ব্যক্তিত্ব। এটা তাঁর দুর্ভাগ্য, ইতিহাস বার বার পুনরাবৃত্ত হচ্ছে তাঁর জীবনে। তাঁর দ্বিতীয় বিয়েও টেকেনি। তাই বলে তাঁকে কখনোই ভুল অথবা খারাপ মানুষ বলা যায়না।

পাশাপাশি তিনি আরো বলেন, তিনি এসব বিষয় কথা বলতে চান না। তবুও তাঁর মনে হয়, শ্বেতার উচিত অভিনবের সঙ্গে তাঁর ছেলের দেখা করতে দেওয়া। ‘শ্বেতার বোঝা উচিত, সম্পর্কে একটা জুটির মধ্যে যাই হয়ে থাক, এক বাবা কখনই তাঁর সন্তানকে কষ্ট দেওয়া অথবা ক্ষতি করতে পারে না। যদিও ওঁজদের দুজনের মধ্যে যাই ঘটে থাকুক আমি সেটাতে প্রবেশ করতে চাইনা’।

‘খতরো কে খিলাড়ি ১১’তে অংশগ্রহণ করতে কেপ টাউনে রওনা দিয়েছেন শ্বেতা। সম্প্রতি শ্বেতার বিরুদ্ধে অভিযোগ তোলে তাঁর স্বামী অভিনব কোহলি। শ্বেতার প্রাক্তন স্বামী অভিনব কোহলির দুটো ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তিনি দাবি করেছেন, ছেলেকে মুম্বাইয়ের এক হোটেলে রেখে চলে গিয়েছেন শ্বেতা। সকাল থেকে তিনি সমস্ত হোটেলে খোঁজ নিয়ে চলেছেন। এমনকী, দ্বারস্থ হয়েছেন চাইল্ড কেয়ারেরও।

সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয় অভিনব কোহলির শেয়ার করা এই ভিডিও। মাত্র ৫ বছরের ছেলের সঙ্গে এরকম ব্যবহার করায় নেটিজেনদের রোষের মুখেও পড়তে হয় শ্বেতাকে। তারপরই এক সাংবাদিক যোগাযোগ করেন শ্বেতা তিওয়ারির সঙ্গে। অভিনবের এই অভিযোগ বাতিল করে দিয়েছেন অভিনেত্রী।

আগেও ছেলে রেয়াংশের কাস্টেডি নিয়ে ঝামেলায় জড়াতে দেখা গিয়েছিল শ্বেতা ও অভিনবকে। আদালতের পক্ষ থেকে ছেলের কাস্টেডি দেওয়া হয়েছে শ্বেতাকে। সঙ্গে অভিনবকে অনুমতি দেওয়া হয়েছে প্রতিদিন আধ ঘণ্টা করে ছেলের সঙ্গে ফোনে কথা বলার।

©জিনিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102