খেলাধুলা বিষয়ক টেলিভিশন টি স্পোর্টস সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তরুণ সংবাদ কর্মী খুঁজছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম- টি স্পোর্টস
পদের নাম- প্রেজেন্টার/ রিপোর্টার
পদের সংখ্যা- নির্ধারিত না
কাজের ধরন- পূর্ণকালীন
আবেদন যোগ্যতা
১। স্মার্ট ও এনার্জিটিক হতে হবে।
২। উপস্থাপনায় আগ্রহ ও দক্ষতা থাকতে হবে।
৩। খেলাধুলা বিষয়ক সাংবাদিকতায় আগ্রহ থাকতে হবে।
আবেদন যেভাবে
১। সদ্য তোলা তিন কপি ও তিন সেট সিভি
২। পূর্বের করা কোন ভিডিও রিপোর্টের ক্লিপ
৩। পাঠাতে হবে career@tsports.com এই ঠিকানায়।
বেতন ও সুযোগ সুবিধা
১। বেতন আলোচনা সাপেক্ষে
২। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা
আবেদনের শেষ তারিখ
১৫ জুন, ২০২১