ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা পরীমনি। জানা গেছে, ঘটনার দিন অভিযোগ জানাতে বনানী থানায় গিয়েছিলেন তিনি। কিন্তু অবস্থা খারাপ দেখে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান পুলিশ সদস্যরা।
বনানী থানার ওসি নুরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নুরে আজম মিয়া বলেন, কয়েকদিন আগে পরীমনি ভোরে বনানী থানায় আসেন। সেখানে তিনি ডিউটি অফিসারের সঙ্গে কথা বলেন। কিন্তু তাকে অসুস্থ অবস্থায় দেখা যায়। এরপর পুলিশ কর্মকর্তারা তাকে নিরাপত্তা দিয়ে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যায়।
সুস্থ হয়ে থানায় আসতে বলা হলেও পরীমনি পরে আর যোগাযোগ করেননি বলে জানিয়েছেন তিনি।
পরীমনির পুরো বিষয়টি সামনে আসে রোববার রাতে। এদিন বনানীর বাসায় দফায় দফায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পরীমনি। যে জায়গায় পরীমনি নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করছেন সেই ঢাকা বোটক্লাব পড়েছে রূপনগর থানার মধ্যে। এরই মধ্যে ঘটনায় জড়িত আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয়জনকে আসামি করে সাভার থানায় মামলা দায়ের করা হয়েছে।
রূপনগর থানার এসআই ফারুক বলেন, আমরা পরীমণির বাসায় গিয়ে তার কাছ থেকে বিস্তারিত শুনেছি ও বক্তব্য নিয়েছি। তিনি লিখিতভাবে অভিযোগ করেছেন। আমি সেই অভিযোগ সাভার থানার কাছে পৌঁছে দিচ্ছি। তারা এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনা করবেন।
সোমবার সকাল থেকে নায়িকা পরীমনির বাসার সামনে বনানী থানার একজন উপপরিদর্শকের নেতৃত্বে ৫ সদস্যের পুলিশ দল অবস্থান করছে।
এর আগে পরিমনি ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্টের মাধ্যমে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনেন। এতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়া পাড়ায় আলোড়ন সৃষ্টি হয়।