মানিকগঞ্জের সিংগাইরে ফাঁকা ঘরে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার সায়েস্তা ইউনিয়নের কানাইনগর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শ্বশুরের নাম মোন্নাফ। তিনি কানাইনগর গ্রামের সোনা মিয়ার ছেলে। তবে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে।
ভুক্তভোগী পুত্রবধূ জানান, পাঁচ মাস আগে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাকে নানাভাবে কুপ্রস্তাব দিচ্ছিলেন শ্বশুর মোন্নাফ। লোকলজ্জায় বিষয়টি কাউকে জানাননি তিনি।
সোমবার সকালে ঘরে কেউ না থাকায় পুত্রবধূর কক্ষে ঢোকেন শ্বশুর মোন্নাফ। এ সময় তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালান। পরে চিৎকারে আশপাশের লোকজন এসে গৃহবধূকে উদ্ধার করেন।
প্রতিবেশী শাহাদাৎ হোসেন বলেন, অভিযুক্ত মোন্নাফের স্ত্রী দীর্ঘদিন ধরে বিদেশে রয়েছেন। এরই মধ্যে ছেলের প্রথম স্ত্রীর সঙ্গে এমন আচরণ করায় বিয়ে বিচ্ছেদ ঘটে। ছেলের দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও একই আচরণ করেছেন। আমরা মোন্নাফের উপযুক্ত বিচার চাই।
ইউপি সদস্য মহিদুর রহমান বলেন, এর আগেও মোন্নাফের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার কথা শুনেছি। এ ব্যাপারে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে।
সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।