মামলার প্রয়োজনে সাভার মডেল থানায় গেলেন চিত্র নায়িকা পরীমণি। গত ২৩ জুন মামলার ব্যবসায়ী নাসির ইউ আহমেদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে তিনি মামলা করেন। ৫ দিনের রিমান্ডে তাদের থানায় আনা হয় রোববার (২৭ জুন) দুপুর আড়াইটার দিকে পরীমণি একটি সাদা প্রাইভেট কারে সাভার মডেল থানায় এসে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির কক্ষে প্রবেশ করেন।
জানা যায়, মামলার প্রয়োজনে পরীমণিকে সাভার মডেল থানায় আসতে হয়েছে। পরীমণি আসার পর থেকে থানায় জনসাধারণ কিংবা সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং থানার প্রধান ফটক আটকে দেওয়া হয়।
এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম জানান, চিত্রনায়িকা পরীমণি সাভার থানায় এসেছেন। বিস্তারিত পরে জানানো হবে।
প্রসঙ্গত, গত ৮ জুন রাতে পরীমণি ঢাকার অদূরের বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগে তোলেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমির বিরুদ্ধে। ১৩ জুন নাসির ও অমি ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন পরীমণি।