প্রথমবারের মতো বিজ্ঞাপনে কাজ করলেন ঢালিউডের নবাগতা চিত্রনায়িকা প্রিয়মণি। তাকে দেখা যাবে র্যাংগস ফ্রিজ ইলেকট্রনিক্সের একটি বিজ্ঞাপনে। প্রিয়মণি বলেন, গত ২৪শে জুন এই বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছি।
এটি দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারের জন্য নির্মাণ করা হচ্ছে। বিজ্ঞাপনচিত্রে মডেল হওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, আমার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘কসাই’ মুক্তি পাওয়ার আগে এবং পরে বেশকিছু বিজ্ঞাপনচিত্রের প্রস্তাব ছিল। সেগুলো থেকে বেছে এই বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মডেল হিসেবে আত্মপ্রকাশ করলাম। এটি নির্মাণ করেছেন বাসেদ বাবু।