সর্বাত্মক লকডাউন কার্যকরে কঠোর থাকবে সরকা
ইন্ডাস্ট্রিতে অনেকেই তাকে মহানায়িকা সুচিত্রা সেনের সাথে তুলনা করেন। তাঁর লুক দেখে সুচিত্রা সেনের কথাই মনে পড়ে আগে। যেন সৌন্দর্যের ধারা বয়ে নিয়ে যাচ্ছেন রাইমা সেন। রাইমা সেন সমালোচনার তোয়াক্কা না করেই একের পর এক খোলামেলা ছবি পোস্ট করে চলেছেন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। শেয়ার করা মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিগুলো।
কোন ছবিতে উন্মুক্ত পিঠ আবার কোন ছবিতে কাপড়ের টুকরো দিয়ে লজ্জা ঢাকছেন নায়িকা। ফোটোশুটে দিচ্ছেন একের পর এক পোজ। চোখে গাঢ় কাজল, খোলা চুল, বিখ্যাত ফটোগ্রাফার তথাগত ঘোষের লেন্সবন্দি তিনি।
ইন্সটাগ্রামে রাইমার নতুন ছবিতে দেখা যাচ্ছে, শরীরের ঊর্ধাঙ্গ ঢাকা সাদা পোশাকে। অগোছালোভাবে বাঁধা রয়েছে তার চুল। মাথা নীচু করে হাসছেন। বারান্দার রেলিংয়ের সামনে বসে রয়েছেন।
রাইমার এসব ছবিতে ভক্তরা প্রশংসা করলেও সমালোচনা করতেও ছাড়েননি কেউ কেউ।