জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন। হিটাচি রেফ্রিজারেটরের মডেল হয়েছেন তিনি। নির্মাণ করেছেন ময়ুখ বারী। গতকাল মঙ্গলবার বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। নুসরাত ফারিয়া মানবজমিনকে বলেন, ফ্রিজের বিজ্ঞাপনে কাজ করলাম। করোনা যেহেতু এখন একটু শক্তিশালী। তাই অল্প ক্রু নিয়ে একদিনেই সীমিত পরিসরের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে ধানমণ্ডিতে এর শুটিং সম্পন্ন হয়েছে। ১ তারিখ থেকে কঠোর লকডাউন দেয়ায় ফারিয়া নিজেকে শুটিং থেকে বিরত রাখবেন বলে জানালেন।
নুসরাত ফারিয়া বলেন, আবার লকডাউন। বিজ্ঞাপনের তারিখটা আগে নির্ধারণ করা ছিল। তাই স্বাস্থ্যবিধির ব্যাপারটি নিশ্চিত করে কাজটি করলাম। এরপর আর কাজ করা হবে না। কারণ এ পরিস্থিতিতে শুটিং করা আসলেই ঝুঁকিপূর্ণ। তাই আপাতত কোনো প্রকার শুটিং করছি না। সর্বশেষ নুসরাত ফরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং করেন। মুম্বইতে সিনেমাটির শুটিং হয়। এরপর ঢাকায় কোনো সিনেমার শুটিংয়ে অংশ নেননি তিনি। এদিকে করোনার কারণে এই নায়িকার ‘ভয়’ ও ‘বিবাহ অভিযান টু’ নামে কলকাতার দু’টি ছবির শুটিং আটকে গেছে। এদিকে ‘অপারেশন সুন্দরবন’, ‘পাতালঘর’সহ বেশকিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে তার। পরিস্থিতি স্বাভাবিক হলে ছবিগুলো ধাপে ধাপে মুক্তি পাবে।