বাচ্চা খুবই প্রিয় বলিউড অভিনেত্রী তানিশা মুখার্জির। তবে এখনই মা হতে চাইছেন না তিনি। করতে চাইছেন না বিয়েও। এমনকি, প্রেমের সম্পর্কে জড়ানো নিয়েও অনীহা রয়েছে তার। তানিশা চান একেবারেই নিজের মতো করে জীবন বাঁচাতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তানিশা বলেন, আমার সন্তান চাই না। এ কথাই বার বার মাথায় ঘুরছিল। চিকিৎসকের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেছি।
অবশেষে ৩৯ বছর বয়সে নিজের ডিম্বাণু সংরক্ষিত রেখেছি। বিষয়টি নিয়ে আমি দারুণ খুশি।