সবশেষ ‘ওয়ার’ ছবিতে দেখা গিয়েছিল বলিউডের চলতি প্রজন্মের আলোচিত অভিনেত্রী বাণী কাপুরকে। এরপর আর তার অভিনীত কোনো ছবি মুক্তি পায়নি। বিষয়টি নিয়ে একদমই হতাশ নন এ নায়িকা। কারণ তার তিন তিনটি ছবির কাজ শেষ। বড় বাজেট ও প্রোডাকশনের তিনটির মধ্যে দুটি ছবিই রয়েছে মুক্তির অপেক্ষায়। করোনার কারণে এগুলো মুক্তি দেয়া হয়নি। এর মধ্যে ‘বেলবটম’ ছবিতে প্রথমবারের মতো বাণীকে দেখা যাবে অক্ষয় কুমারের বিপরীতে। স্পাই থ্রিলার এ ছবিটি পরিচালনা করেছেন রঞ্জিত এম তিওয়ারী।
অন্যদিকে অ্যাকশন-ড্রামা ছবি ‘শমশেরা’য় বাণী অভিনয় করেছেন রণবীর কাপুরের বিপরীতে। করণ মালহোত্রা পরিচালিত এ ছবির কিছু অংশের কাজ বাকি আছে। যদিও বাণীর অংশের শুটিং শেষ। আর ‘চণ্ডিগড় কারে আশিকি’ ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধেছেন বাণী কাপুর। ছবিটি চলতি মাসের ৯ তারিখ মুক্তি পেয়েছে সীমিত পরিসরে। এদিকে বাণী বর্তমানে নতুন কোনো ছবির কাজ হাতে নিচ্ছেন না। এ তিন ছবি মুক্তির অপেক্ষায় আছে। তিনটি ছবিতেই আবেদনময়ী বাণীকে আবিষ্কার করতে পারবেন দর্শক। এ নায়িকা বলেন, এ তিনটি ছবির কাজই আমি অনেক পরিশ্রম দিয়ে করেছি। এরমধ্যে ‘চণ্ডিগড় কারে আশিকি’ ছবিটি মুক্তির মাত্র তিনদিন হয়েছে। ব্যাপক সাড়া মিলছে। বাকি ছবি দুটি আরও বড় আয়োজনের। সেগুলো মুক্তি পেলে আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ হবে বলেই বিশ্বাস। এদিকে বাণী বর্তমানে বেশির ভাগ সময় পার করছেন বাসাতেই। বাসায় নিজের জিমেই ঘাম ঝরাচ্ছেন নিয়মিত। এ নায়িকা এমনিতেই শারীরিকভাবে ফিট থাকা নিয়ে বেশ সচেতন। সে কারণেই নিয়মিত ব্যায়াম, সাঁতার ও সাইক্লিং করছেন। সেসব ছবি ও ভিডিও তিনি আবার শেয়ার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। টুইটার, ফেসবুক ও ইন্সটাগ্রামে বাণীর ফলোয়ারের সংখ্যাও লাখ লাখ। অনুসারীদের জন্য নতুন ছবি নিয়মিতই পোস্ট করেন তিনি।