ads
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আলোচনায় তাপসী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

কে এই দীনেশ পণ্ডিত? প্রশ্নটি নেট দুনিয়ায় ঘুরপাক খাচ্ছিল বহুদিন ধরেই। ‘হাসিন দিলরুবা’র দুনিয়ায় উঁকি দিয়েও উত্তরটা অধরাই থেকে গেল। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ভিনিল ম্যাথু পরিচালিত ‘হাসিন দিলরুবা’। ছবির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করে এরই মধ্যে তুমুল আলোচনায় এসেছেন নায়িকা তাপসী পান্নু। রানি কাশ্যপ চরিত্রে বেশ প্রশংসিতও হচ্ছেন তিনি। থ্রিলার বইয়ের গন্ধে ঘুম ভাঙে রানির। দিনভর পালপ ফিকশনে ডুবে থাকতে ভালোবাসে সে। তার অমোঘ রূপ, যৌবন।

অতীতে বেশ কয়েকটি প্রেমও করেছিল সে। এদিকে তার স্বামী ঋষু লাজুক স্বভাবে শান্তশিষ্ট ছেলে। বিয়ের পর আর পাঁচজনের মতোই চলছিল জীবন। শাশুড়ির সঙ্গে ঝগড়া, অল্প স্বল্প প্রেম, সবটাই ছিল। কিন্তু আচমকাই বিস্ফোরণে মারা গেল ঋষু। খুনের অভিযোগ উঠল রানির বিরুদ্ধে। এমনই একটি চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন তাপসী। রহস্য রোমাঞ্চের পথ ছুঁয়েই হেঁটেছে এর গল্প। ছোট শহরের রোজনামচা দিয়েই শুরু হয়েছিল গল্পের প্রেক্ষাপট। বাস্তবের মাটি থেকে একটু উপর দিয়ে হেঁটে পালপ ফিকশনের দিকে হাঁটতে শুরু করলেন পরিচালক।

যদিও প্রথম থেকেই অশনি সংকেতের ধ্বনি শোনা যাচ্ছিল। কখন, কোথায়, কীভাবে সাসপেন্সের বোমাটা ফাটবে, তারই অপেক্ষা ছিল শুধু। ছবির চরিত্রদের মধ্যের খুঁতগুলি যেন তাদের আরও জীবন্ত করে তুলেছে। উদাহরণস্বরূপ রানি সাহসী, দাপুটে ও আলাদা। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের হুমকির মুখেও, সে নিজের অকাট্য যুক্তির বান চালায়। আবার সে-ই আবেগপ্রবণ, ক্ষণিকের ভুল করে ফেলে সেও।

বলা বাহুল্য, ছবির অভিনেতাদের ক্যারিশমাতেই হাসিন দিলরুবা আদতে দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে তাপসী পান্নুর। এ নায়িকাও ‘হাসিন দিলরুবা’র সাড়ায় মুগ্ধ। তিনি বলেন, এটি একটি ভিন্নধর্র্মী সাসপেন্সের গল্প। অভিনয়ে একটা চ্যালেঞ্জ ছিল। তবে দর্শক এতটা পছন্দ করবেন বুঝতে পারিনি। আসলে আমি খুবই আবেগ আপ্লুত দর্শকদের উচ্ছ্বাস দেখে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102