ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ হারাতে পারেন। এ ব্যাপারে খুব শিগগিরই সিদ্ধান্ত নিবে চলচ্চিত্র শিল্পী সমিতি।
আগামীকাল (৬ আগস্ট) এ বিষয়টি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ জায়েদ খান।
সংবাদ সম্মেলনে একজন আইনজীবীকে নিয়ে সংগঠনের নেতারা সমিতির অবস্থান পরিষ্কার ও পরবর্তী পদক্ষেপ বিষয়ে ব্যাখ্যা করবেন। আর তখনই পরীমনির সদস্যপদ স্থগিতের ঘোষণা আসতে পারে।
জায়েদ খান বলেন, আমরা এ ব্যাপারে সংবাদ সম্মেলন করবো। এটি কাল বা পরশু হতে পারে। আজ র্যাবের সদর দফতর থেকে সংবাদ সম্মেলন হবে, এরপর আমরা বিষয়টি নিয়ে আরও স্পষ্ট হবো। তখনই আমাদের পদক্ষেপগুলো তুলে ধরব।
গতকাল (৪ আগস্ট) পরীমনি তার বনানীর বাসা থেকে মাদকসহ আটক হন। তার বিরুদ্ধে বনানীর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে র্যাব। যদি মামলা হয়ে যায় তাহলে পরীমনির সদস্য পদটি সাময়িকভাবে স্থগিত করে দেবে শিল্পী সমিতি।
সংগঠনের গঠনতন্ত্রের ৬-এর ‘খ’ ও ৯-এর ‘গ’ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে তাহলে সেই সদস্যের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত হবে।
তবে পরীমনি যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে সে আবার সদস্য পদ ফিরে পাবেন। কিন্তু যদি দোষী সাব্যস্ত হয় তাহলে সমিতির সদস্যপদ আজীবনের জন্য হারাবেন।