কিছু করার বাসনা থেকেই বিজেপিতে যোগ দিয়েছিলেন টলিউড অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই আশা পূরণ হয়নি। উল্টো শিল্পীদের উদ্দেশে বাংলা বিজেপির সভাপতি দিলীপ ঘোষের কাছ থেকে ‘রগড়ে দেব’ মন্তব্য শুনতে হয়েছে।
তা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি নেতা তথা অভিনেতা অনিন্দ্য। সঙ্গে মন্তব্য করলেন, এবার বিজেপিতে থাকার সময় ঘনিয়ে এসেছে।
অনিন্দ্য বলেন, টালিগঞ্জের একাধিক সমস্যা ছিল। তিনি চোখের সামনে অন্যায় হতে দেখেছিলেন। তাই প্রতিবাদ এবং লড়াই করার জায়গা হিসেবে বছর তিনেক আগে বিজেপিতে যোগ দেন। কিন্তু গেরুয়া শিবিরে সেই সুযোগই মেলেনি বলে অভিযোগ অনিন্দ্যের।
সেইসঙ্গে দিলীপের ‘রগড়ে দেব’ মন্তব্যের বিরোধিতা করেছেন টলিউডের এই পরিচিত মুখ। তার দাবি, বরাবরই ‘ভাষা সন্ত্রাসের’ বিরোধিতা করেছেন। দিলীপ ঘোষের মতো শীর্ষনেতা যদি ‘রগড়ে দেব’ বলেন, তাতে তৃণমূল স্তরে খারাপ বার্তা যাবে। নীচুস্তরের নেতারা কটূকথা ব্যবহার করবেন।
বিজেপি নেতার কথায়, ‘বিজেপি আসলে বাংলাকে বোঝার চেষ্টাই করেনি। বিহার, উত্তরপ্রদেশে যেভাবে রাজনীতি করেছে, একই রাজনীতি বাংলায় করলে তা রাজ্যবাসী গ্রহণ করবেন না।’ এ কথাও স্পষ্ট জানিয়ে দেন অনিন্দ্য।