বলিউডে রোড ট্রিপের অভিজাত ধারা সূচনা করেছিলেন ফারহান আখতার। প্রথম সফরে ছিলেন আমির খান, সাইফ আলী খান ও অক্ষয় খান্না। দ্বিতীয়বার গাড়ির স্টিয়ারিং ছিল হৃতিক রোশন, ফারহান আখতার ও অভয় দেওলেন হাতে। এবার গাড়ির স্টিয়ারিং পাচ্ছেন তিন নারী।
রোড ট্রিপের ওপর ভিত্তি করে ঘোষিত এ ছবির মূল ভূমিকায় থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। ফারহান আখতার পরিচালিত এ ছবির নাম ‘জি লে জারা’।
বড়পর্দায় ‘দিল চাহতা হ্যায়’ ও ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ মুক্তির পর কেটে গেছে যথাক্রমে ২০ ও ১০ বছর। হিন্দি ছবির দর্শককে রোড ট্রিপের স্বাদের সঙ্গে পরিচয় করার পাশাপাশি এক ঝটকায় এই দুই ছবি বদলে দিয়েছিল বি-টাউনের গতিপথ। নতুন করে বুঝিয়েছিল বন্ধুত্বের সংজ্ঞা।
প্রথম ছবির পরিচালক ফারহান আখতার থাকলেও দ্বিতীয়বার পরিচালকের দায়িত্ব সামলেছিলেন তার বোন জয়া আখতার। এবার ফারহানের নির্দেশেই সফরে বেরোবেন তিন জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা, ক্যাটরিনা ও আলিয়া।
এ ছবির মাধ্যমে প্রায় দশ বছর পর পরিচালনায় ফিরতে চলেছেন এই পরিচালক-অভিনেতা-গায়ক। শেষবার তার নির্দেশনায় মুক্তি পায় শাহরুখ খান ও প্রিয়াঙ্কা অভিনীত ‘ডন টু’।
সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করে ‘জি লে জারা’র ঘোষণা দেন ফারহান। ছবির পোস্টারও স্পষ্ট রোড ট্রিপের আমেজে ভরপুর। একটি গাড়ির অবয়বের মধ্যে দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যের উল্লেখোগ্য স্থাপত্য। মাঝখান থেকে এক ফালি ফিতের মতো চলে গেছে লম্বা রাস্তা। ছবির ক্যাপশনে ফারহান জুড়েছেন, ‘যেন শুনতে পেলাম করা বলছে রোড ট্রিপ? আসছে জি লে জারা।’ ফারহানের সেই পোস্ট শেয়ার করেছেন আলিয়া ভাটও।
ছবির গল্প লিখতে ফারহানকে সাহায্য করেছেন জয়া। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সালে মুক্তি পাবে ‘জি লে জারা’।