চিত্রনায়ক ফেরদৌস এবং প্রিয়দর্শিনী মৌসুমীকে নিয়ে পরিচালক এ কে সোহেল “খায়রুন সুন্দরী” ছবিটি উপহার দিয়েছিলেন। ছবিটি মুক্তির পর দারুণ ব্যবসা করে। সেই নির্মাতা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে করোনার মত কঠিন অসুখের সাথে লড়াই করছেন। বাংলাদেশ চলচ্চত্র পরিচালক সমিতির উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা বলেন, গতকাল এ কে সোহেল ভাই করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। উনার অক্সিজেন লেভেল অনেকটা কমে গেয়েছিল। এখন আগের চেয়ে একটু ভালো বলে জেনেছি। পরিচালক সমিতির সম্মানিত এই সদস্যর জন্য সবার দোয়া কামনা করছি।
এ কে সোহেল একজন পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘খায়রুন সুন্দরী’।
‘খায়রুন সুন্দরী’ র তুমুল জনপ্রিয়তার পেছনে সবথেকে বড় অবদান হলো এর সংগীত অর্থাৎ গানগুলোর। ‘খায়রুন লো.. তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ’ এই গান তৎকালীন সময়ে শুনে বিমোহিত হননি এমন শ্রোতা খুব কমই খুঁজে পাওয়া যাবে। সেসময় এই চলচ্চিত্রের এ্যালবাম রেকর্ড সংখ্যক পরিমাণে বিক্রি হয়।