চলতি প্রজন্মের অন্যতম মেধাবী বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। এরই মধ্যে নিজের অভিনীত ছবিগুলোর মাধ্যমে মেধার স্বাক্ষর রেখেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তার গ্ল্যামারেও মুগ্ধ দর্শক। বিশেষ করে রণবীর কাপুরের বিপরীতে ‘বরফি’ ছবিটিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারসহ বেশকিছু পুরস্কার পান তিনি। এরপর ‘ম্যায় তেরা হিরো’ ছবিতেও নিজের পারফরমেন্সের জাদু ছড়িয়েছেন। এদিকে, সম্প্রতি একটি ছবি নিজের ইন্সটাগ্রামে প্রকাশ করেছেন তিনি। সেখানে তিনি একটি বিকিনি পরিহিত ছবি পোস্ট করে লিখেছেন, দুর্দান্ত উপভোগ্য সময়। খুব মিস করছি।
মূলত বিচের সময়গুলোকেই মিস করছেন তিনি। আর সেটাই ছবি ও ক্যাপশনে তুলে ধরেছেন। এদিকে, সর্বশেষ ইলিয়ানাকে দেখা গেছে অক্ষয় কুমারের বিপরীতে ‘রুস্তম’ ছবিতে। এ ছবিতেও ইলিয়ানার পারফরমেন্স প্রশংসিত হয়েছিল বেশ। সামনেই ‘আনফেয়ার এন্ড লাভলী’ ছবিতে দেখা যাবে নায়িকাকে। এ ছবিতে একজন শ্যামবর্ণের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি, যে কিনা জীবনে চলার পথে অনেক বাধার সম্মুখীন হন। ছবিতে গ্ল্যামারের পাশাপাশি সাধারণ লুকেও দেখা যাবে এ নায়িকাকে। এখানে নিজেকে ভেঙেছেন বলেও জানান ইলিয়ানা। ছবিতে তার নায়ক রণদীপ হুদা। ইলিয়ানা বলেন, ভারতে এখনো কালো কিংবা শ্যামবর্ণের মেয়েদের নানা রকম কথা শুনতে হয়। কিন্তু রঙ দিয়ে যে মানুষ বিচার করা ঠিক না সেটাই ফুটিয়ে তোলা হয়েছে ছবিটিতে।
এমন একটি চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে পেরে আমি আনন্দিত। এখানে নিজেকে অভিনেত্রী হিসেবে প্রমাণের যথেষ্ট সুযোগ ছিল। যেটা আমি কাজে লাগানোর চেষ্টা করেছি। এখন অপেক্ষায় আছি ছবিটির মুক্তির। এদিকে ইলিয়ানা নিজের ক্যারিয়ার নিয়েও সম্প্রতি একটি নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, সিদ্ধান্ত নিয়েছি গতানুগতিক গল্পের ছবিতে কাজ করবো না।
‘বরফি’ ছবিতে আমাকে যেভাবে আবিষ্কার করেছিল, সে রকম ভিন্নমাত্রার চরিত্র পেলেই কেবল করবো। সত্যি বলতে আমি ছবির সংখ্যা বাড়াতে চাই না। কম কিন্তু মানসম্মত কাজের প্রতিই আমার ঝোঁক সব সময়।