বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোনকে সরিয়ে ‘মুম্বাই একাডেমি অব মুভিং ইমেজ (এমএএমআই)’ চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন আরেক বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া।
মঙ্গলবার (১৭ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস এমএএমআই চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন পদ থেকে সরানো হয়ছিল দীপিকা পাড়ুকোনকে। এবার সেই পদে বসলেন প্রিয়াঙ্কা চোপড়া। এমএএমআই ট্রাস্টি বোর্ডের তরফ থেকেই প্রিয়াঙ্কাকে মনোনীত করা হয়।
ট্রাস্টি বোর্ডে ছিলেন নীতা এম আম্বানি (সহচেয়ারপারসন), অনুপমা চোপড়া (উৎসব পরিচালক), অজয় বিজলি, আনন্দ জি মাহিন্দ্রা, ফারহান আখতার, ইশা আম্বানি, কবির খান, কৌস্তুভ ধাভসে, কিরণ রাও, রানা দগ্গুবাতি, রীতেশ দেশমুখ, রোহান সিপ্পি, সিদ্ধার্থ রায় কাপুর, বিক্রমাদিত্য মোতওয়ানে, বিশাল ভরদ্বাজ এবং জোয়া আখতার।
এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া জানান, এমএএমআই চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়ে গর্বিত বোধ করছি। এই পদে আসার পর উৎসবটিকে ‘পরবর্তী স্তরে’ নিয়ে যাওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে এমএএমআই চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন পদ থেকে পদত্যাগের কথা জানান দীপিকা পাড়ুকোন।