মাদককাণ্ডে গ্রেফতার শাহরুখপুত্র আরিয়ান খানকে শুক্রবারও (৮ অক্টোবর) জামিন দেননি আদালত। আর্থার রোড জেলেই থাকতে হচ্ছে তাকে।
এদিন শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের প্রধান আরএম নেরলিকার আরিয়ানসহ তার বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার জামিনের আবেদন খারিজ করে দেন। গতকাল বৃহস্পতিবার এই মামলায় ম্যাজিস্ট্রেট কোর্ট আরিয়ানসহ অপর আট অভিযুক্তর ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত মঞ্জুর করেন।
এদিন আদালতে আরিয়ানের হয়ে লড়েন আইনজীবী সতীশ মানেশিন্দে। অন্যদিকে এনসিবির হয়ে আদালতে দলিল পেশ করেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অব ইন্ডিয়া অনিল সিং। এদিন এনসিবি জানায় আরিয়ানসহ অপর অভিযুক্তদের জামিনের আবেদন ‘ভুল, অস্পষ্ট ও গ্রহণযোগ্য নয়’।
অন্যদিকে আরিয়ানের আইনজীবী সতীশ মানেশিন্দের পাল্টা দাবি, আরিয়ানের কাছ থেকে কোনো মাদক উদ্ধার হয়নি। তার বিরুদ্ধে কেবল মাদক সেবনের অভিযোগ রয়েছে। যে হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা এনসিবি উল্লেখ করছে সেটিও মাদক সংক্রান্ত নয়।
আরিয়ান খান ও তাঁর বন্ধু আরবাজ মার্চেন্টকে গত শনিবারই এক বিলাসবহুল ক্রুজ থেকে ৬ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছিল এনসিবি। এরপর আরিয়ানকে জেরা করে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে অর্চিতকে গ্রেফতার করে এনসিবি।