পূজায় প্রেমে পড়িনি, বেলুড় মঠে অঞ্জলি দিতে গিয়ে ঝাড়ি মারা হয়েছে। সেটা পূজার চারদিনই। এভাবেই বলছিলেন কলকাতার সময়ের আলোচিত নায়িকা ইশা সাহা।
‘সোয়েটার’ খ্যাত অভিনেত্রীর এবারের পূজায় ‘গোলন্দাজ’ ছবিটি মুক্তি পেয়েছে। সেই ছবিতে ইশাকে দেখা যাচ্ছে দেবের বিপরীতে। চার বছর পর পূজায় সিনেমা রিলিজ হলো তার। এ নিয়ে এক্সাইটেড অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমকে ছোট বেলার পূজা নিয়ে ইশা বলেন, ‘পূজা আসলেই বেশ কিছু গান শোনা যেত মণ্ডপে, এখন আর সেই গান শুনতে পাই না।
পূজার ফ্যাশন নিয়ে ইশা জানান, তার সব থেকে পছন্দ শাড়ি সঙ্গে রুপার গহনা। যেকোনো সময় যেকোনো জায়গায় অনায়াসে শাড়ি পরে চলে যেতে পারেন।