ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতরে তৃতীয় দফায় তলব করা হলো বলিউডের উঠতি অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে। সোমবার তাকে তলব করা হয়।
বৃহস্পতিবার প্রথম দফায় ২ ঘণ্টার বেশি সময় ধরে আরিয়ান খানের বাল্যবন্ধু অনন্যাকে জিজ্ঞাসাবাদ করেন এনসিবির কর্মকর্তারা। শুক্রবার প্রশ্নোত্তর পর্ব চলেছে চার ঘণ্টার বেশি। এখন দেখার বিষয় সোমবার কী হয় তা। খবর ইন্ডিয়া টুডে ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
এনসিবি কর্মকর্তারা জানান, চাঙ্কি পাণ্ডের কন্যা তদন্তকারী সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করছেন।
এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল অশোক জৈন জানান, সোমবার সকাল সকাল অনন্যাকে এনসিবির দপ্তরে পৌঁছে যেতে বলা হয়েছে।
সমীর ওয়াংখেড়েকে অভিনেত্রী অনন্যা জানিয়েছেন, তিনি জানতেন না যে গাঁজা কোনো প্রকার মাদক। নিজে জীবনে কোনো দিন মাদক সেবন করেননি।
তবে এনসিবির হাতে আসা একটি কথোপকথনে আরিয়ানকে গাঁজার যোগান দেওয়ার আশ্বাস দিয়েছেন অনন্যা।
ওই কথোপকথনে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমি ব্যবস্থা করব।’
যদিও এনসিবি জানায়, অনন্যার বিরুদ্ধে গাঁজা সংগ্রহ বা সরবরাহের কোনো প্রমাণ এখনও হাতে আসেনি।