টালিউড অভিনেত্রী নুসরাত জাহানকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। স্বামী নিখিলের সঙ্গে বিচ্ছেদ, যশের সঙ্গে প্রেম, সন্তান জন্মদান। সবকিছুতেই সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।
সমালোচনা আর নুসরাত- একই মুদ্রার এপিঠ-ওপিঠ হয়ে উঠেছেন। তবে এসব সমালোচনায় কান পাতেন না এ অভিনেত্রী। এটা মোটামুটি সবারই জানা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ওঠা সব সমালোচনা এবং বিতর্ক উড়িয়ে দিয়েছেন নুসরাত জাহান।
ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। নেটিজেনরা মনে করছেন এ ভিডিওর মাধ্যমে সব বিতর্কের জবাব দিয়েছেন অভিনেত্রী। একটি মোটিভেশনার ভিডিও শেয়ার করে নুসরাত লিখেছেন, ‘আমি দুঃখিত না।’ ভিডিওতে সমাজের বিভিন্ন মানুষের দিকে আঙুল তোলা হয়েছে বলেও মনে করছেন নেটিজেনদের কেউ কেউ। ভিডিও কমেন্টস বক্সে তার প্রমাণ পাওয়া যায়।
এদিকে দিন কয়েক আগে নুসরাতকে নিয়ে কাশ্মীরে উড়াল দিয়েছেন যশ। তাদের সঙ্গে আছেন এনা সাহা। মূলত এনার সিনেমার একটি গানের কাজেই তারা সেখানে গেছেন। ফাঁকে একটি মিউজিক ভিডিও করবেন এনা।
আরও পড়ুন: এবার বন্ধ হচ্ছে ‘তিতলি’ সিরিয়াল
শুটিংয়ের ফাঁকে দুর্দান্ত সময় পার করছেন নুসরাত-যশ। তারই প্রমাণ পাওয়া গেল তাদের ইনস্টাগ্রামে। একই জায়গায় আলাদা ছবি শেয়ার করেছেন তারা। যশ তার ক্যাপশনে লিখেছেন, ‘শীত আসছে।’ অন্যদিকে নুসরাতও একই ক্যাপশন দিয়েছেন।
ক্যাপশন এক, জায়গাও এক, তা দেখে নেটিজেনদের মনে প্রশ্ন, নিখিল কোথায়? উত্তর পাওয়া গেল তার ইনস্টাগ্রামে। সাবেক স্ত্রী প্রেমিকসহ কাশ্মীরে। আর বর্তমানে লাদাখ অবস্থান করছেন নিখিল। একাধিক ছবি শেয়ার করেছেন নিখিল। ক্যাপশনে নিখিল লিখেছেন, ‘এমনি এমনি ভালো হওয়া যায় না। এটা ভেতর থেকে আসে এবং অবশ্যই আশপাশের মানুষের মধ্যেও থাকতে হবে।’
নুসরাতের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে নিখিলের। স্বামীর ফ্ল্যাট ছেড়েছেন নায়িকা। অস্বীকার করেছেন তাদের বিয়েটাকেও। বলেছেন, সহবাস সঙ্গী ছিলেন নিখিল। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। নুসরাতের বেলাতেও তাই হয়েছে। নিখিলের স্থানে নুসরাত জায়গা দিয়েছেন যশকে।