বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মহামারিতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি। রোববার (৩১ অক্টোবর) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে এ তথ্য জানান অভিনেত্রী।
ঊর্মিলা লিখেছেন, আমি করোনা পজিটিভ। ভালো আছি, কোয়ারেন্টিনে রয়েছি। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তারা সুরক্ষার জন্য করোনা পরীক্ষা করিয়ে নিন। সবাই নিজের খেয়াল রাখুন।

তিনি আরও লিখেছেন, ডানদিকে সোয়াইপ করলেই কোয়ারেন্টিনের একমাত্র সঙ্গীর সঙ্গে পরিচয় হয়ে যাবে আপনাদের। পোষ্যের সঙ্গেই কোয়ারেন্টিনের দিনগুলো কাটবে তার।
সম্প্রতি একটি গেট টুগেদারের আয়োজন করেন শাবানা আজমি। আর সেখানে অনিল কাপুর ও ঊর্মিলাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সেখানে সবার সঙ্গে পোজ দিয়ে ছবি তুলে সোশ্যালে শেয়ারও করেছিলেন তারা। তবে কীভাবে করোনা শনাক্ত হয়েছেন অভিনেত্রী তা এখনো জানা যায়নি।