এবার চেহারা শনাক্তকারী বা ফেসিয়াল রিকগনিশন ফিচার বন্ধ করতে যাচ্ছে ফেসবুক।
করপোরেট নাম পরিবর্তনের এক সপ্তাহের মধ্যে এ নতুন চমক নিয়ে হাজির জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।
টেক জায়ান্টটি জানিয়েছে, তারা এবার চেহারা শনাক্তকারী বা ফেসিয়াল রিকগনিশন ফিচার বন্ধ করতে যাচ্ছে। ফিচারটির সাহায্যে ছবি ও ভিডিওর মাধ্যমে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীকে শনাক্ত করা হতো। এ প্রযুক্তি নিয়ে চলমান নানা সমালোচনার মধ্যেই এ ঘোষণা দিল ফেসবুক।
ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাইস প্রেসিডেন্ট জেরোম পেসেন্টি জানান, চেহারা শনাক্তকরণ প্রক্রিয়ার ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য একটি সুস্পষ্ট নীতিমালার প্রক্রিয়া চলমান। এ অনিশ্চয়তার মধ্যে চেহারা শনাক্তকরণের ব্যবহার সীমিত করাকেই উপযুক্ত সিদ্ধান্ত বলে মনে করছেন ফেসবুক কর্তৃপক্ষ।
সমালোচকরা বলছেন, চেহারা শনাক্তকরণের এ প্রযুক্তি বিভিন্ন খুচরা বিক্রেতা, হাসপাতাল এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কাছে নিরাপত্তার স্বার্থে জনপ্রিয়তার তুঙ্গে ছিল। তারা অনুপ্রবেশকারীর ওপর সহজেই নজরদারি করতে পারতো।
ফেসবুক ব্যবহারকারীদের নিরাপত্তা ও ব্যাপক অপব্যবহারের বিষয় নিয়ে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা এবং আইন প্রণেতাদের কঠোর সমালোচনার মধ্যে এ ঘোষণা এল। আগামী মাসের মধ্যে সারা বিশ্বে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন ফেসবুকের একজন মুখপাত্র।
সূত্র: নিউইয়র্ক টাইমস