ভারতের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি ‘আউটসাইডার্স ফিল্মস’ নামে একটি প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি।
জানা গেছে, একাধিক চমক নিয়ে সেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নারীকেন্দ্রিক থ্রিলারের সিনেমা নির্মাণ করবেন তিনি। নিজের সিনেমায় নিজেই নায়িকা না হয়ে, বরং চমক দিতে চলেছেন দর্শককে।
খবরে বলা হচ্ছে, তার প্রযোজিত সিনেমার মাধ্যমেই বলিউডে পা রাখতে চলেছেন দক্ষিণের জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভু। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজে কাজের মাধ্যমে তুমুল আলোচনায় রয়েছেন তিনি।
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সামান্থার অভিষেকের এটিই আদর্শ সময় বলে মনে করছেন অনেকে। তাপসীও সেই অঙ্কেই বিশ্বাস রেখে নিজের জীবনের প্রথম প্রযোজনার চলচ্চিত্রে সামান্থাকেই নিতে চাইছেন।
এখন পর্যন্ত অবশ্য তাপসী অফিশিয়ালি এসব নিয়ে মুখ খোলেননি। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এই ছবির ঘোষণা করতে চলেছেন তাপসী পান্নু।
এদিকে গত ২ অক্টোবর যৌথ বিবৃতি দিয়ে নিজেদের চার বছরের বিয়ে ভাঙার ঘোষণা করেছিলেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু।