নুসরাত তার গায়ে জড়িয়েছেন বেগুনি রঙের জারদৌসি শাড়ি। সঙ্গে বেছে নিয়েছেন হালকা গয়না। তবে নায়িকা একা নন, তার সঙ্গে আলোর উৎসব দীপাবলি উদযাপনে যুক্ত হয়েছেন স্বামী যশ দাশগুপ্ত।
নুসরাতের শাড়ির সঙ্গে কালার ম্যাচ করেই বেগুনি রঙের শেরওয়ানি পরেছেন এই অভিনেতা। সঙ্গে সাদা পাজামা। দীপাবলির আলোর উৎসবের বাড়তি রোশনাই এনে দেয় ‘যশরত’ পুত্র ঈশানের প্রথম আবির্ভাব।
নুসরাতের ফ্যানেদের জন্য এই দীপাবলির উপহার ঈশানের প্রথম ছবি। এই প্রথমবার ছেলের সঙ্গে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলেন নায়িকা। যদিও এই ছবিতে ঈশানের মুখ দেখা যায়নি। শুধু বোঝা যাচ্ছে মায়ের সঙ্গে কালার ম্যাচ করেই বেগুনি রঙের পাঞ্জাবি পরেছে ছোট্ট ঈশান। এরপরেই প্রকাশ্যে আসে একটি ছবি যেখানে প্রথমবার দেখা যায় ঈশানের মুখ। তবে মাযের কোলে নয়, যশ দাশগুপ্তের ছেলের কোলে দেখা যায় ছোট্ট ঈশানকে।
যশের প্রথম পক্ষের সন্তান রেয়াংশ। নুসরত ও যশের সন্তানের নাম ঈশান। রেয়াংশ ও ঈশানের ছবি একসঙ্গে নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে যশ লিখেছেন, ‘ভাইদের ভালোবাসা’। লক্ষ করলে দেখা যাবে দুই ভাইয়েরই একই পোশাক।
টালিউডের আলোচিত তারকা জুটি যশ ও নুসরাত। নেটিজেনদের প্রশ্ন, ঈশানের বাবার পরিচয়, যশের প্রথম পক্ষের সন্তান ইত্যাদি প্রশ্নের জবাব দিলেন স্বয়ং যশ। যশ পরিচয় করে দিলেন তার দুই সন্তানের সঙ্গেই।
নুসরাত ভারতীয় সংবাদ মাধ্যমে বলেন, ‘যশ ইজ অ্যান অ্যামেজিং ফাদার। ও আছে বলেই আমি সবটা সামলে নিতে পারছি। আমি যখন শুটিংয়ে বের হচ্ছি তখন ঈশানকে দেখে রাখছে ও। আবার ও যখন শুটিংয়ে বের হচ্ছে তখন ঈশানকে দেখছি আমি। যদি নম্বর দিতেই হয় তবে বাবা হিসেবে যশকে আমি দশের মধ্যে ১১ দেব। ঈশান যশকে বাবা হিসেবে পেয়ে ভাগ্যবান।’
এই তারকা জুটি নিয়ে নেট পাড়ায় ট্রলের কমতি নেই। তবে সেই সবকিছুকে পাত্তা না দিয়েই ভালো আছেন এই তারকা জুটি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি দেখে তা বেশ ভালোই বোঝা যাচ্ছে।
সূত্র: টিভি৯ বাংলা