ads
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিজেকে সেলিব্রিটি বলতে আমি ঘৃণাবোধ করি: শ্রীলেখা মিত্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩৭ বার পঠিত

শ্রীলেখা মিত্রের রয়েছে পথকুকুরদের প্রতি প্রকাশ্য মমতা। যার কারণে শুক্রবার (৫ অক্টোবর) এক ঘটনার সম্মুখীন হন এই অভিনেত্রী। যার রেশ ধরেই অভিনেত্রী বিরক্ত হয়ে রাগে-ক্ষোভে বাড়ি বিক্রির কথাও চিন্তা করে ফেলেন অভিনেত্রী।

শুক্রবার ( ৫ অক্টোবর) সকালের দিকে দুটি লাইভ করেন শ্রীলেখা। একটিতে ঘটনার দৃশ্য দেখান অপরটির লাইভে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী।

প্রথম ফেসবুক লাইভে দেখা যায়, অ্যাপার্টমেন্টের অন্যান্য বাসিন্দারা এসে পথকুকুরদের প্রতিপালন নিয়ে তীব্রভাবে কটাক্ষ করছেন শ্রীলেখাকে। বিরোধিতা করছেন শ্রীলেখাও। পরের লাইভে কান্নায় একেবারে ভেঙে পড়েন অভিনেত্রী।

সেখানে তিনি স্পষ্ট করে বলেন, ‘অনেক কষ্ট করে অ্যাপার্টমেন্টটি কিনেছি। আমার রক্ত পানি করা পয়সায় কেনা। কিন্তু যা হচ্ছে আমি এখানে থাকতে পারছি না। ওরা আমার হাত ধরেছে, আমাকে পাগল বলেছে, আমার বাড়ির বাইরে নোংরা-আবর্জনা ফেলে দেবে, কুকুরকে বিষ খাইয়ে মারবে। এত নেতিবাচকতার মধ্যে আমি হেরে গেছি। আমি এই বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকব। যারা কুকুর ভালোবাসেন না, আমার থেকে এই অ্যাপার্টমেন্ট কিনে নিন। আমি আর এখানে থাকব না।’

তবে শ্রীলেখা মিত্র সহজেই হেরে যাওয়ার পাত্রী নন। মাঝরাতে তিনি তার ফেসবুকে একটি পোস্ট করে বলেন, ‘পুরুষতান্ত্রিক সমাজে সিঙ্গল নারী হওয়াটাই একটা ভুল কাজ।’ আমার জীবনে কোনো পুরুষ থাকলে আমাকে অসম্মান করার আগে দশবার চিন্তা করত শঙ্খমণির এই গুন্ডারা ।

আরও লিখেন, আমার সঙ্গে যা হয়েছে, অন্য কোনো কেয়ার গিভারের সঙ্গে হওয়া উচিত নয়। আমি আমার দুর্বলতা সবার সামনে তুলে ধরেছি। তাতে আমি একটুকুও লজ্জিত নই। আমি একজন শিল্পী। নিজেকে সেলিব্রিটি বলতে আমি ঘৃণাবোধ করি। আমি একজন স্পর্শকাতর মানুষ। অনেকে আমাকে পাগল মনে করে। তাই আমি দুর্বল।

গুন্ডাদের থেকে কুকুরদের বেশি পছন্দ করি আমি। এত সহজে আমি হাল ছাড়ব না। আমি এদের চিনি। এরা আমার প্রত্যেকটা পোস্ট ফলো করে। কমেন্টও করে। তাই এই পোস্ট তাদের উদ্দেশে করলাম। যারা মনে করে টাকা থাকলে সব কেনা যায় আর মনে করে মানুষেরই এই পৃথিবীতে বাঁচার অধিকার আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102