ads
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘হাবিবি’ নিয়ে হাজির ফারিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৩৮ বার পঠিত

‘পটাকা’ এবং ‘আমি চাই থাকতে’ গানের পর এবার নিজের গাওয়া তিন নম্বর গান নিয়ে হাজির হলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এবারের গানের নাম ‘হাবিবি’। আজ কলকাতার অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ’র ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে। অডিও তো বটেই এবারের ভিডিওতেও রয়েছে নানা চমক। ফারিয়া অন্যরকম সাজ-পোশাকে এখানে উপস্থাপিত হয়েছেন। গ্ল্যামারার্স এই গানের কোরিওগ্রাফিও করা হয়েছে ভিন্নরূপে। কোরিওগ্রাফিতে ছিলেন ভারতের বাবা ইয়াদব। ‘হাবিবি’ গানটির কম্পোজিশন করেছেন আদিব।

আর গানটির গীতিকার ও কো-কম্পোজার হিসেবে ছিলেন নূর নবী। গানটির ভিডিওতে অনেকটাই রানীর বেশে দেখা গেছে ফারিয়াকে। গান প্রকাশের আগে এর টিজার প্রকাশ হয়েছে কদিন আগে। গ্ল্যামারার্স নুসরাত ফারিয়াকে আবিষ্কার করা গেছে এখানে। আন্তর্জাতিক মানের একটি গান করার চেষ্টাই দেখা গেছে। নুসরাত ফারিয়া নিজেও গানটি নিয়ে আশাবাদী। প্রথম গান ‘পটাকা’ দিয়ে বেশ বিতর্কের মুখে পড়েছিলেন এ অভিনেত্রী। কিন্তু সমালোচনায় দমে যাননি তিনি। প্রকাশ করেন নিজের দ্বিতীয় গান ‘আমি থাকতে চাই’। এবার এ গানটির মাধ্যমে সমালোচনার জবাব দেন তিনি। গানটি ভারত ও বাংলাদেশের দর্শক শ্রোতদের কাছে বেশ প্রশংসিত হয়। অডিওর পাশাপাশি ভিডিওতে অনবদ্য পারফরমেন্স করেন ফারিয়া। এবার তিন নম্বর গানটি নিয়ে নুসরাত ফারিয়া বলেন, এসভিএফ’র সঙ্গে এটি আমার হ্যাটট্রিক। আমি উদগ্রীব হয়ে আছি গানটির সাড়া দেখতে। এটা অ্যারাবিক ফিউশন পপ টিউনের একটা গান। গানটা আইটেম সং ঢঙে সুর করা হয়েছে। আমরা মুম্বইয়ের একটা মহলে শুটিং করেছি। আমি বলবো যে, এটা আমার সবচেয়ে বিলাসবহুল একটা মিউজিক ভিডিও। কোনো রকম কার্পণ্য করিনি, যতটা পেরেছি ততটাই সুন্দর করে করার চেষ্টা করেছি। মুম্বইতে আমরা শুট করেছি ১৪ই নভেম্বর এবং তার একদিন পরে আমার পরীক্ষা ছিল। শুটিংয়ের অভিজ্ঞতা অসাধারণ। আমি গান করেছি বাংলাদেশি, মিউজিক কম্পোজিশন ও লেখা বাংলাদেশি, গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছে ভারতীয় টিম, গানটি প্রডিউস হয়েছে কলকাতা থেকে আর মিক্সিং-মাস্টারিং হয়েছে কানাডাতে। ফারিয়া আরও বলেন, আগের দুটি গান পপ ঘরানার কিন্তু হাবিবি গানটি অ্যারাবিক ফিউশন। একটা স্লো নাম্বার থেকে কীভাবে একটা গান ডান্স নাম্বারে কনভার্ট হয় সেই মজাটা হাবিবিতে পাওয়া যাবে। আশা করছি ভালো লাগবে শ্রোতা-দর্শকদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102