ads
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমি এখন সম্পূর্ণ টেনশনমুক্ত -ন্যান্সি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৩৬ বার পঠিত
সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। মাস দুয়েক আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি মোহসিন মেহেদীর সঙ্গে। বিয়ের পর থেকেই অন্যরকম সময় পার করছেন দুজন। তবে এরমধ্যে কোথায় ঘুরতে যেতে পারেননি। কারণ রাজধানীর নিজেদের নিকেতনের বাসায় আতিথেয়তা করতে করতেই সময় গেছে তাদের। ব্যস্ত সময় পার করেছেন এতদিন। এখন কি অবস্থা? ন্যান্সি উত্তরে বলেন, আর বলবেন না। বিয়ের অনুষ্ঠানের পর থেকে অবসর সময় পাইনি একদমই।

কারণ সবাইকে বিয়ের আয়োজনে আমন্ত্রণ জানাতে পারিনি। তাই পরবর্তীতে বাসায় ভাগে ভাগে সবাইকে ডেকে আতিথেয়তার কাজটি সম্পন্ন করেছি। তবে দু-একদিন পর পরই এমন আয়োজন করেছি। তাই একদমই রিল্যাক্স হতে পারিনি। তবে ব্যস্ততা পার করে গত দু-তিন দিন ধরেই বেশ আছি। নিজেকে সময় দিচ্ছি। জীবনের এ পর্যায়ে এসে কেমন উপলব্ধি হচ্ছে? ন্যান্সি হেসে বলেন, আমি এখন সম্পূর্ণ টেনশনমুক্ত। কারণ বাসার যত কাজ, রোদেলার পড়াশোনা, অন্যান্য দায়িত্ব সব কিছু মোহসীন নিজেই সামলাচ্ছে। আমাকে তেমন কোনো কিছু করতেই দিচ্ছে না। বিয়ের আগে এতদিন এই সবই আমারই সামলাতে হয়েছে। গান কি করা হচ্ছে এখন? উত্তরে এ গায়িকা বলেন, এই সময়ে গান করা হয়নি। তবে ‘সুবহে সাদিক’ নামে একটি গান প্রকাশ হয়েছে কদিন আগে। এতে আমার সহশিল্পী আসিফ আলতাফ।

অত্যান্ত ভালো গায় সে। এ গানটিও তার কথা-সুরের। গানটি থেকে ভালো সাড়া মিলছে। আর অনুপম থেকে আমার আরও ৮ টি গান প্রকাশের অপেক্ষায় আছে। সিএমভি ও সিডি চয়েস থেকেও নতুন গান আসবে। আপনার মেয়ে রোদেলার কি অবস্থা? ন্যান্সি বলেন, রোদেলার তো শিডিউলই নেই! কারণ পড়াশোনায় প্রচ- ব্যস্ত। পাশাপাশি নাচের ও পিয়ানোর ক্লাস করছে। সামনে থেকে লাবু ভাইয়ের কাছে গিটার ক্লাস করবে সে। র‌্যাম্পের একটি ক্লাসে ভর্তি করতে চেয়েছিলাম গ্রুমিংয়ের জন্য। কিন্তু এখন সময়ের অভাবে সেটা হচ্ছে না। তাহলে তো সব দিক দিয়েই তৈরি হচ্ছে সে? ন্যান্সি বলেন, রোদেলাকে নিয়ে আমাদের পরিকল্পনা অন্যরকম। দুই বছর পর থেকেই স্টেজ শুরু করবে সে। মিউজিশিয়ানদের সঙ্গে প্র্যাকটিস শুরু করবে সামনে। ভবিষ্যতে ওকে যেন কোথাও আটকাতে না হয় সেভাবেই তৈরি হচ্ছে সে। বিয়ের পর তো ঘুরতে যাওয়া হয়নি আপনাদের। পরিকল্পনা কি? ন্যান্সি বলেন, সময়ই পাইনি এতদিন। তবে পরিকল্পনা আছে দেশের বাইরে কেথায় খুব দ্রুতই ঘুরতে যাওয়ার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102