ads
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কঙ্গনার ‘পদ্মশ্রী’ ফিরিয়ে নেয়ার দাবি মহিলা কমিশনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৭ বার পঠিত

ক’দিন আগেই ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। পুরস্কার পাওয়ার আগে থেকেই ভারতের স্বাধীনতা ও রাজনীতির বিষয়ে বিভিন্ন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। সম্প্রতি দেশের স্বাধীনতাকে ‘ভিক্ষার স্বাধীনতা’ বলায় তার ‘পদ্মশ্রী’ পুরস্কার ফিরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল।

সোমবার (১৫ নভেম্বর) ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, দেশের স্বাধীনতাকে ‘ভিক্ষার স্বাধীনতা’ বলায় কঙ্গনার ‘পদ্মশ্রী’ পুরস্কার ফিরিয়ে নেয়ার জন্য রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন দিল্লির মহিলা কমিশনের প্রধান। পাশাপাশি নায়িকার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ দায়ের করার পক্ষে জেরা করেছেন তিনি।

অভিনেত্রী ক’দিন আগে জানিয়েছিলেন, ১৯৪৭ সালে আনুষ্ঠানিক স্বাধীনতা পেয়েছিল ভারত। কিন্তু নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর মানসিকতার স্বাধীনতা পেয়েছে ভারত। ১৯৪৭ সালের স্বাধীনতা ছিল ভিক্ষা। আর এরপরই নায়িকার মন্তব্য নিয়ে সমালোচনার শুরু হয় বিভিন্ন মহলে।

বিরোধীদের দাবি, কঙ্গনার এমন মন্তব্য করার জন্য তার ‘পদ্মশ্রী’ ফিরিয়ে নেয়া হোক। তার বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দেয়া হয়। এরপর অভিনেত্রী সোশ্যাল মিডিয়া টুইটারে জানান, তিনি পুরস্কার ফিরিয়ে দিতে প্রস্তুত। তবে সে জন্য কয়েকটি শর্ত রয়েছে।

এদিকে মহিলা কমিশনের প্রধান রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে দাবি করেছেন, কঙ্গনা রানওয়াতের ‘ভিক্ষার স্বাধীনতা’ মন্তব্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আবার ভুল করে করাও মন্তব্য নয়। তিনি এমন মন্তব্য করেই থাকেন। যাদের সঙ্গে তার মতবিরোধ হয় তাদের বিরুদ্ধেই আক্রমণাত্মক কথা বলেন তিনি। আর এবার এই মন্তব্য করে মহাত্মা গান্ধী, ভগৎ সিংয়ের মতো বিপ্লবীদের অসম্মান করেছেন অভিনেত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102