মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে বিহারের লাখিসারাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।
হলসি থানা এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সুশান্ত পরিবারকে বহন করা গাড়িটির। পাঁচ সদস্য ছাড়াও ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ি চালকের। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। নিহতদের ময়নাতদন্তের জন্য লখিসারাইয়ের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের পাটনা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে পাটনা গিয়েছিলেন সুশান্ত পরিবারের সদস্যরা। সেখান থেকে ফেরার পথে জামুইখেলা এলাকায় দুঘর্টনার মুখে পড়েন তারা। বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।
স্থানীয়রা ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, সকালে কুয়াশাচ্ছন্ন ছিল ওই এলাকা। গাড়ির গতিও বেশি ছিল। তাই কিছু বোঝে উঠার আগেই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, লালজিত সিং, ভাগিনা নেমানি সিং, রামচন্দ্র সিং, মগিনা দেবী এবং অনীতা দেবী।