বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ৪৭ বছর বয়সেও আবেদনময়ী ইমেজ ধরে রেখেছেন। জীবনের এই পর্যায়ে এসেও প্রতিদিনই জীবন থেকে কিছু না কিছু শিখছেন তিনি।
চেষ্টা করে যাচ্ছেন নিজেকে আরও ভালো মানুষ করে তোলার চেষ্টা করছেন।
সোশ্যাল মিডিয়ায় সরব মালাইকা। নিজের বিভিন্ন ভাবনা শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। নিজের জীবনের বিশেষ মুহূর্তও ভাগ করে নেন। সদ্য ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘যত বয়স হচ্ছে আমি বুঝতে পারছি নাটক, দ্বন্দ্ব, উদ্বেগের মধ্যে আর থাকতে চাইছি না। শুধু একটা নিজের ঘর, ভালো খাবার এবং চারপাশে ভালো মানুষ চাইছি।’
এক সাক্ষাৎকারে মালাইকা জানিয়েছিলেন, জীবনের কোনো কোনো ঘটনার জন্য তিনি সাধারণের নজরে থেকেছেন। সমালোচনা শুনেছেন। ক্যারিয়ার হোক বা ব্যক্তিজীবন কোনো কোনো সিদ্ধান্তের জন্য সমালোচিত হতে হয়েছে তাকে। যতদিন এগিয়েছে মালাইকা নাকি শিখেছেন, নিজের জীবন, নিজের সিদ্ধান্তের প্রতি অবিচল থাকতে হয়। তবেই নিজের জীবন বাঁচা সম্ভব হয়।