হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র শহর মক্কার উদ্দেশে উড়াল দিয়েছেন মাহি ও তার স্বামী রাকিব সরকার। যাত্রার প্রাক্কালে তারা একসঙ্গে ক্যামেরাবন্দি হন। ছবিতে মাহিকে দেখা প্রথমে চেনা যাচ্ছিল না। বোরকা ও হিজাব পরিহিত অবস্থায় ছিল মাহি। শুধু চোখ দেখা যাচ্ছিল তার। আর রাকিব পরেছিলেন সাদা পাঞ্জাবি ও টুপি।
মাহিয়া মাহি তার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে লিখেন, ‘আলহামদুলিল্লাহ। জীবনে প্রথমবার ওমরাহ তে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। রাকিব সরকার তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে ১৩ সেপ্টেম্বর মধ্যরাতে বিয়ে করেন মাহিয়া মাহি। এর আগে মাহি ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন।
চলতি বছরের ২২ মে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা। অবশ্য অপুর আগে মাহি আরও এক ব্যক্তির সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন বলে জানা যায়। অন্যদিকে রাকিব সরকারের এটি দ্বিতীয় বিয়ে। আগের সংসারে তার দুটি সন্তানও রয়েছে।