যখন কেউ কোন কাজ করে আবার সেই কাজের জন্য পুরস্কার লাভ করে সেটার আনন্দ ভিন্ন মাত্রা এনে দেয় কাজ করার প্রতি। টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও ব্যতিক্রম নন। ‘নির্ভয়া’ সিনেমার জন্য পাওয়া পুরস্কার এবং সার্টিফিকেটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এই খুশির মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শ্রীলেখা
ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন, ‘উইনিং ইজ অলওয়েজ আ হাই’। তেলঙ্গনা ফিল্ম ফেস্টিভ্যাল পরিচালক আয়ুষ্মান প্রত্যুষ এবং ‘নির্ভয়া’ টিমের সব সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
‘নির্ভয়া’ সিনেমার তৈরি করা হয়েছিলো দিল্লির নৃশংস এক ধর্ষণকাণ্ডের ওপর। ভারতে ওই ধর্ষিতা মেয়ের নাম দিয়েছিল ‘নির্ভয়া’। শ্রীলেখা ছাড়াও হিয়া দে, প্রিয়াঙ্কা সরকার, গৌরব চ্যাটার্জি, সব্যসাচী চ্যাটার্জির মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই সিনেমা।
কিছুদিন আগেই বাবা সন্তোষ মিত্রকে হারিয়েছেন অভিনেত্রী। এরপরই যেন আরও অসহায় হয়ে পড়েন তিনি। সম্প্রতি ফেসবুকে শ্রীলেখা লিখেছিলেন, এখনও ভয়েজ রেকর্ড করে পাঠাচ্ছি বাবার ফোনে। হ্যাঁ, বাবা শুটিংয়ে পৌঁছে গেছি। শরীর ঠিক আছে। খুব ভালো হচ্ছে শুটিং, ইত্যাদি ইত্যাদি।
বাবা হিসেবে দেখতে চাইতো মেয়ের ভালো কাজ, মেয়ের প্রশংসা চারদিকে। বলেছিলাম একটু ওয়েট করো বাবা। ‘ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা’ রিলিজ করতে দাও।’ বাবা বলেছিল, তোর এ সিনেমাটা দেখার জন্য বোধহয় এখনও বেঁচে আছি। একরাশ আফসোস আর আক্ষেপ নিয়ে আমার বেঁচে থাকার পালা যত দিন না…।