বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের ভোপালের আদালত। সোমবার (২৯ নভেম্বর) চেক বাউন্সের মামলায় অভিনেত্রীর বিরুদ্ধে জামিন যোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
জানা গেছে, ইউটিএফ টেলিফিল্মস প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থা থেকে ৩২ লাখ ৫০ হাজার রুপির (বাংলাদেশি টাকায় ৩৭ লাখ টাকারও বেশি) একটি চেক বাউন্সের মামলা করা হয়েছিল। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৪ ডিসেম্বর, এদিন অভিনেত্রীকে সশরীরে আদালতে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। তা না হলে গ্রেপ্তার করা হবে তাকে।
ইউটিএফ টেলিফিল্মসের আইনজীবী রবি পন্থ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একটি সিনেমা নির্মাণের জন্য ৩২ লাখ ৫০ হাজার রুপি ধার নেন আমিশা। এরপর কোম্পানিকে দুটি চেক দেন তিনি। তারপর ব্যাংক থেকে জানানো হয়, ওই দুটি চেকই জাল।
‘কহো না প্যায়ার হ্যায়’ অভিনেত্রী শিগগিরই কামব্যাক করবেন। চলতি ডিসেম্বর থেকে ‘গদর: এক প্রেম কথা’র সিক্যুয়েলের শুটিং শুরু করার কথা রয়েছে তার। এতে তার সঙ্গে দেখা যাবে সানি দেওল ও উৎকর্ষ শর্মাকে।