আবার বলিউডে নক্ষত্র পতন। মুম্বাইয়ের ভারসোভার একটি ভবন থেকে ‘মির্জাপুর’ ওয়েব সিরিজ খ্যাত অভিনেতা ব্রহ্ম মিশ্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাথরুম থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে তার। এরপর কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়েছে অভিনেতার মৃত্যুর বিষয়টি। ব্রহ্মর মৃত্যুর খবরে বলিউডে শোকের ছায়া নেমেছে।
জানা গেছে, গত ২৯ নভেম্বর বুকে ব্যথা অনুভব করেন ব্রহ্ম। পরে চিকিৎসকের কাছে যান। ওষুধ নিয়ে বাড়ি ফিরেন। এরপর থেকে আবাসনের বাসিন্দারা আর দেখতে পাননি অভিনেতাকে। তার ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপর পুলিশকে জানানো হয় বিষয়টি। পুলিশ ঘটনাস্থলে এসে ডাকাডাকি করে কোনো শব্দ না পেয়ে একজন চাবিওয়ালাকে ডেকে নকল চাবি তৈরি করে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করেন। তারপর বাথরুম থেকে দুর্গন্ধ আসায় ভেতরে গিয়ে কমোডের পাশে মরদেহ দেখতে পান অভিনেতার।
ব্রহ্মর দেহ উদ্ধারের সময় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হৃদযন্ত্র-জনিত সমস্যার জন্য মৃত্যু হয়েছে তার। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত তার মৃত্যুর বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। আবাসনটিতে প্রায় চার বছর ধরে একাই ভাড়া থাকতেন অভিনেতা। আর তার পরিজনরা প্রায় অধিকাংশই থাকেন মধ্যপ্রদেশের ভোপালে।
ব্রহ্ম ২০১৩ সালে প্রথমবার বড় পর্দায় অভিষেক করেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘চোর চোর সুপার চোর’। এরপর ‘দঙ্গল’, ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’, ‘সুপার ৩০’, ‘কেশরি’, ‘মানঝি’র মতো সিনেমায় দেখা গেছে তাকে। আর ‘মির্জাপুর’ ওয়েব সিরিজে অভিনয়ের পর পরিচিত লাভ করেন ব্রহ্ম মিশ্র।