সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় টালিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। প্রতিদিনই নিজের বিভিন্ন বিষয় ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। আর এবার সেই সোশ্যাল মিডিয়ার জন্যই বদলে গেলেন অভিনেত্রী।
বুধবার (১ ডিসেম্বর) ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন নায়িকা নুসরাত। আর সেখানে বলা হচ্ছে, নুসরাত যদি দেখতে পারফেক্ট হতেন তাহলে কেমন দেখাত তাকে। এরপর ফিল্টারে মুখ লাগাতেই যা দেখা গেল তা দেখে চমকে গেলেন তিনি।
অভিনেত্রী ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘লাইক রিয়্যালি’। আর হ্যাশট্যাগে লিখেছেন, ‘ফিল্টার গোজ রং’। এ থেকে বুঝা যাচ্ছে, নতুন ফিল্টারটি একদমই পছন্দ হয়নি নায়িকার। এমনকী তার ভক্ত-অনুরাগীরা লিখেছেন, ফিল্টার ছাড়াই অনেক সুন্দর তাদের প্রিয় অভিনেত্রী।
সাংসদ অভিনেত্রীর সন্তান ঈশানকে তিনি এবং যশ দাশগুপ্ত সামলাচ্ছেন। এর আগে তিনি বলেছিলেন, যশ একজন চমৎকার বাবা। ও আছে বলেই সবটা সামলে নিতে পারছি আমি। যখন শুটিংয়ে বের হচ্ছি তখন ওই দেখে রাখছে ঈশানকে। আবার যখন ও (যশ) শুটিংয়ে বের হচ্ছে তখন আমি দেখছি ঈশানকে। যদি নম্বর দিতে হয় তাহলে বাবা হিসেবে যশকে দশের মধ্যে এগারো দেব।