বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজকে নিয়ে আলোচনা তুঙ্গে। কারণ তার প্রতারক প্রেমিকের বিরুদ্ধে অবশেষে চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
সুকেশ চন্দ্রশেখর বিরুদ্ধে তথ্য উঠে এসেছে। এজন্য অভিনেত্রীকে বিপাকে পড়তে হতে পারে। জি নিউজের ইংরেজি অনলাইন পোর্টালের প্রতিবেদনে বলা হয়, ইডি’র অভিযোগ, জ্যাকুলিনকে প্রায় ১০ কোটি রুপির উপহার দিয়েছিলেন সুকেশ। তার মধ্যে রয়েছে ৫২ লাখ রুপির একটি ঘোড়া এবং ৯ লাখের একটি পার্সিয়ান বিড়ালও।
এছাড়া তিহার জেলেবন্দী থাকা অবস্থাতেই সুকেশ এক ব্যবসায়ীর স্ত্রীর কাছ থেকে ২০০ কোটি রুপি চাঁদা আদায় করে বলেও ইডি চার্জশিটে জানিয়েছে বলে সূত্রের দাবি। জ্যাকুলিন ছাড়াও অভিনেত্রী নোরা ফাতেহির নামও উল্লেখ রয়েছে চার্জশিটে। জানা যায়, ওই আইটেমকন্যাকে একটি মূল্যবান গাড়ি উপহার দেয় সুকেশ। একইসঙ্গে জেলে থাকা অবস্থাতেই জ্যাকুলিনের সঙ্গে ফোনে সে কথা বলেছেন বলে তদন্তে উঠে এসেছে।
কদিন আগেই জ্যাকুলিনের সঙ্গে সুকেশের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ওই ছবি তোলা হয়েছে। সেই সময় অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত ছিলেন চন্দ্রশেখর।