ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দুজনেই কঠোর ডায়েটের মধ্যে থাকেন। বিয়ের জন্য কিছুদিন আগে থেকেই ক্যাটরিনা ডায়াটেশিয়ানের পরামর্শ মতো নো কার্ব ডায়েটেই আছেন। কিন্তু বিয়েতে আমন্ত্রিতদের জন্য খাবারের এলাহি আয়োজন করছেন ক্যাটরিনা ও ভিকি।
তাদের বিয়েকে কেন্দ্র করে নানা তথ্যই ফাঁস হয়েছে অনলাইনে। এবার সামনে এলো বিয়ের মেনু। ৭ থেকে ১০ তিনদিনব্যাপী রাজস্থানের বারওয়ারা দুর্গে সিক্স সেনসে সংগীত, মেহেন্দি ও বিয়ের অনুষ্ঠান। এই তিনদিনই বিয়েতে আমন্ত্রিতদের জন্য নানা ধরনের টেস্টি খাবারের আয়োজন করেছে এই তারকা জুটি। সেই তালিকায় রয়েছে স্থানীয় খাবারের পাশাপাশি প্যান ইন্ডিয়ার নানা ডিশ। সিক্স সেনসেস রিসোর্টে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন ১০০ জন ময়রা, যারা তৈরি করবেন বিভিন্ন রকমের মিষ্টান্ন।
কর্ণাটক থেকে এসেছে তাজা সবজির ট্রাক। যেহেতু ভিকি পাঞ্জাবী, তাই তার মেন্যুতে থাকবে পাঞ্জাবী ডিশও। প্ল্যাটারে থাকছে ছোলা বাটুরা থেকে শুরু করে বাটার চিকেন। ইউরোপের বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে নানা ধরনের ফল, চকোলেট। ক্যাটরিনার বিয়ের মেন্যুর দায়িত্বে রয়েছেন শেফ শনোজ কুমার। মেন্যুতে রয়েছে- ৫ রকমের অরগ্যানিক সালাদ, নেদারল্যান্ডস থেকে ফলের সম্ভার, ফিলিপিন্স থেকে অ্যাভাগাডো, ফ্রান্স থেকে চিজ, চকোলেট, পেরি পেরি পনির, স্পিনাচ কর্ন, ব্রকোলি সালাদ, ছোলা বাটুরা, ডাল বুখারা, হরেক রকমের রুটি ও রাইস আইটেম, পাঞ্জাবী চিকেন, ডাল-বাটি চুরমা, লাল মাস ( রাজস্থানি স্টাইলে মাটন),কমলালেবুর রাবড়িসহ ৫ রকমের বিরিয়ানি। সেই বিরিয়ানি তৈরি করবেন শেফ ইমতিয়াজ কুরেশি ও তার টিম।
সাতটি ঘোড়ায় টানা রথে বিয়ের মণ্ডপে আসবেন ভিকি। ঝলমলে কাঁচ দিয়ে সাজানো হয়েছে বিয়ের মণ্ডপ। সংগীতে কালা চশমা ও তেরি ওর গানে নাচবেন ভিকি ও ক্যাট। এছাড়াও রয়েছে নানা পরিকল্পনা। বিয়ের পর মুম্বাই ফিরে বলিউডের জন্য আলাদা পার্টি থ্রো করবেন।