প্রশ্ন করা হয়েছিল মায়ের সঙ্গে কোনো ছবিতে কাজ করবেন কি না। তখনই সারা বলেন, ‘আমার মনে হয় না, মা আমার সঙ্গে কাজ করতে চায়। শট দেওয়ার সময় আমার মুখে একটা চুল এসে পড়লে ‘কাট’ বলে কাজ থামিয়ে দেবে। তারপর হয়তো আমার চুল ঠিক করতে আসবে। আমাকে যাতে দেখতে খুব ভালো লাগে সেই চেষ্টাই মা সব সময় করে যাবে। আমি মাকে এমন পরিস্থিতিতে ফেলতে চাই না।’
তিনি আরও জানান, কোন সাক্ষাৎকার তিনি দেবেন আর কোনটি দেবেন না, সেটাও মা অমৃতা তাকে ঠিক করে দেন।
নিজের জীবনে মা অমৃতা সিংয়ের অবদানের কথা অনেকবারই বলেছেন সারা আলি খান। সাইফ আলি খানের সঙ্গে বিচ্ছেদের পর মা অমৃতার সঙ্গেই বড় হয়েছেন সারা। মায়ের সঙ্গে নিজের সবকিছুই শেয়ার করেন এবং যেখানেই যান দিনশেষে মায়ের কাছেই ফেরেন ‘লাভ আজকাল’র এই অভিনেত্রী।
অমৃতা মনে করেন, নিজের কাজে ১০০ শতাংশ দিলে তবেই সফল হওয়া যায়। মাকে নিয়ে বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন সারা। তার কথায়, ‘আমার মা একজন অসাধারণ অভিনেত্রী। সে মা হওয়ার আগে থেকেই অভিনয় করে।’
এদিকে আনন্দ এল রাই পরিচালিত নতুন ছবি ‘আতরঙ্গি রে’ সিনেমায় অভিনয় করছেন সারা আলি খান। ছবিতে তার বিপরীতে থাকছেন অক্ষয় কুমার ও ধানুশ। ছবিটি মুক্তি পাবে ২৪ ডিসেম্বর।