বলিউডের আলোচিত বিয়ে হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। সেখানে কনে ক্যাটরিনা কাইফ ও বর ভিকি কৌশল। এ বিয়ে উপলক্ষে সেজে উঠেছে রাজস্থানের বিলাসবহুল হোটেল।
সেখানে আজ স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় পাঞ্জাবি রীতিতে গাঁটছড়া বাঁধবেন ক্যাটরিনা এবং ভিকি। বিয়ের ব্যবস্থাপনায় ত্রুটি রাখছেন না দুই তারকা।
জানা গেছে, আমন্ত্রিতদের যাতায়াত, ৬ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সবার খাওয়া-দাওয়া, নিরাপত্তারক্ষীদের বেতন, বিয়ের যাবতীয় আয়োজন— সব খরচ ভাগাভাগি করে নিয়েছেন ‘ভিক্যাট’।
সূত্রের খবর, খরচের ৭৫ শতাংশ অর্থাৎ সিংহভাগ আসছে ক্যাটরিনার পক্ষ থেকেই। নিরাপত্তারক্ষীদের বেতন এবং আমন্ত্রিতদের যাতায়াতসহ আরও কিছু খাতে টাকা দিচ্ছেন কনে। বাকি ২৫ শতাংশ খরচের ভার ভিকির কাঁধে।
এরইমধ্যে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের পরে বলিউডের ‘পাওয়ার কাপল’দের তালিকায় ঢুকে পড়েছেন ভিক্যাট।
এদিকে ভিকি ও ক্যাটরিনা কত টাকার মালিক তা নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে। ক্যাটরিনাকে নিয়ে যেসব প্রতিবেদন প্রকাশ হচ্ছে তা যদি সত্যি হয় তবে বর্তমানে তার সম্পদের পরিমাণ ২৪০ কোটি রুপি।
অন্যদিকে ভিকির মোট সম্পদের পরিমাণ ২৫ কোটি রুপি। অর্থাৎ ভিকির চেয়ে প্রায় ২০০ কোটির বেশি সম্পদের মালিক ক্যাটরিনা।
ক্যাটরিনা সিনেমাপ্রতি পারিশ্রমিক নেন ১১ কোটি রুপি। যেখানে ভিকি কৌশল পারশ্রমিক নেন তিন থেকে চার কোটি রুপি।
বিজ্ঞাপনের জন্য ক্যাটরিনা নেন ছয় কোটি রুপি। আর ভিকি নেন দুই থেকে তিন কোটি রুপি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া