অবশেষে সাতপাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) যোধবপুরের সোয়াই মাদোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে রাজকীয় আয়োজনে বিয়ের আসর বসে তাদের। আর নায়িকার এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত নেই প্রাক্তন প্রেমিক সালমান খান।
অভিনেত্রীর বিয়ের দিন সৌদি আরব রয়েছেন নায়ক। শুক্রবার (১০ ডিসেম্বর) সৌদির রাজধানী রিয়াদে আন্তর্জাতিক এরিনা প্যারেড জোনে ‘রিয়াদ সিজন ফেস্টিভাল’ অনুষ্ঠিত হবে। আর সেখানে পারফর্ম করবেন এই বলি তারকা। এ জন্য আগেই দেশটিতে পাড়ি জমিয়েছেন সালমান।
‘ভাইজান’ খ্যাত তারকা প্রাক্তনের বিয়ের দিন সৌদি আরব থেকে একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রাক্তনের বিয়ের দিন প্রাক্তনকে নিয়ে কিছু বলবেন সালমান- ভক্ত-অনুরাগীদের এমনটা ধারণা থাকলেও ব্যতিক্রম করেছেন নায়ক।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) অভিনেতা ‘রিয়াদ সিজন ফেস্টিভাল’ অনুষ্ঠান নিয়ে ইনস্টাগ্রামের স্টোরিতে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘রিয়াদবাসী, আপনারা কি আগামীকালের জন্য প্রস্তুত?’