দিন কয়েক আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে শ্রীলেখা পাত্র খুঁজছেন। এর রেশ ধরেই পাত্রের লাইন লেগে যায়। এমনকি তার মেয়ের বয়সী ছেলেরাও তাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল।
তবে টালিউডের এই নায়িকার এবার মন খারাপ। বিয়ে নিয়ে নয় বরং প্রেমিক না থাকার কারণে। তিনি তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে লিখেন, ‘ধুস একটা বয়ফ্রেন্ড নেই’ বলে হালকা কষ্ট পেলেন। আসলে সোশ্যাল মিডিয়ায় মজা করার কোনো সুযোগই ছাড়েন না অভিনেত্রী।
এই যেমন শুক্রবার (১৭ ডিসেম্বর) দুবাইয়ে উড়ে যাওয়ার আগেই এই বিশেষ পোস্টটি করেন তিনি। লেখেন, ‘একটা বয়ফ্রেন্ড নেই যাকে বলব যাচ্ছি বাবু, ভীষণ মিস করব তোমায় বেবি। এখন মেয়ে ছাড়া কাউকেই টাটা করার নেই।’
অভিনেত্রীর এই কথাগুলোকে প্রায় সবাই মজার ছলেই নিয়েছেন। কমেন্ট বক্সে এসে অনেকেই মজার মজার মন্তব্য করে গেছেন। কেউ বলেছেন, ‘এবার আবার ইনবক্সে ঝড় বয়ে যাবে’! আবার অনেকে বলেছেন, ‘তুমি নিজেও জানো না কী সুখে আছো’!
কিছুদিন আগেই বাবাকে হারিয়েছেন শ্রীলেখা। বাবা-মায়ের আদরের কন্যা তিনি। তাদের নিয়েই জড়িয়েছিলেন আজীবন। বিয়ে করেছিলেন। আলাদা হয়েছেন। মেয়ে ঐশীকে নিয়ে তার সবটা। কিছু কাছের বন্ধু-বান্ধবও আছে। যারা সারাক্ষণ ঘিরে থাকেন অভিনেত্রীকে। আর আছে পোষ্যরা। এই পোষ্যপ্রেমই বাচিয়ে রেখেছে শ্রীলেখাকে।
শনিবার (১৮ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরশাহীর শারজা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। যাতে ডাক পেয়েছেন বাংলার তারকা শ্রীলেখা মিত্র। সেখানেই উড়ে গেলেন শ্রীলেখা।
শ্রীলেখা মিত্র অভিনীত ‘অভিযাত্রিক’ সিনেমাটি মুক্তি পেয়েছে কিছুদিন আগে। দারুণ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী। তারও আগে ভেনিসের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন শ্রীলেখা। জুরিখ ঘুরে ভেনিসে ভারতের একমাত্র প্রতিনিধি ছিলেন। আদিত্য বিক্রম সেনগুপ্তর সিনেমা ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ দেখানো হয়েছিল সেখানে। রেড কার্পেটে বাঙালিয়ানা তুলে ধরেছিলেন তিনি! এবারে কেমন হবে শ্রীলেখার লুক, তা দেখার জন্য মুখিয়ে আছেন তার অনুরাগীরা।