বিগ বাজেটের থ্রিলার ঘরানার এই সিনেমার পরিচালনা করছেন মনীশ শর্মা। দিল্লির শহরের কয়েকটি স্পটে সিনেমার দৃশ্যায়ন করা হবে। সেখানের ভিড় রাস্তায় সালমান-ক্যাটরিনা শুটিং করবেন তারা। তবে কোনো সেট সাজিয়ে নয়। একদম বাস্তব পরিবেশে শুটিং হবে। পরিচালক তাদের নিয়ে রাস্তায় বা ভিড় কোনো স্থানে এমনভাবে শুটিং করতে চান যেন তাদের দেখে সাধারণ মানুষ চিনতে না পারেন। এ জন্য অবশ্য ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি চলছে। জানুয়ারীতে ১৫ দিন ব্যাপী চলবে এ শুটিং।
পরিচালক মনে করছেন ‘টাইগার থ্রি’ পূর্ববর্তী বাকি সিকুয়েলগুলোর মতোই দর্শকদের পছন্দের তালিকায় থাকবে। ২০১২ সালে ‘এক থা টাইগার’ সিনেমা দিয়ে শুরু হয় টাইগার সিনেমার সিক্যুয়েল। এর পর ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। উভয় সিনেমা ৫২০ কোটি সিনেমার ব্যবসা করে বক্স অফিসে হিটের তকমা নিয়ে নেয়।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার রিপোর্ট থেকে জানা যায় যে, ‘টাইগার থ্রি’ সিনেমায় চমক হিসেবে সালমানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে বলিউড অভিনেতা ইমরান হাশমিকে। এই সিনেমায় ইমরান হাশমিকে একজন আইএসআই এজেন্টের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
সদ্য বিয়ের পর্ব সেরেছেন বলিউড লাস্যময়ী ক্যাটরিনা কাইফ। এখন তিনি মিসেস ভিকি কৌশল। ক্যাটরিনার হাতে ‘টাইগার থ্রি’ ছাড়াও বেশ কয়েকটিন সিনেমা রয়েছে। সে কারণে রাজস্থানে বিয়ের পর্ব সেরে মুম্বাই ফিরেছেন। সিনেমার শুটিং পর্ব সেরে স্বামী ভিকি কৌশলের সঙ্গে উড়াল দেবেন হানিমুনের উদ্দেশ্যে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) ছিল ক্যাটরিনার প্রথম রান্নাঘরে প্রবেশের দিন। পারিবারিক রীতি মেনে শ্বশুরবাড়ির সবার জন্য বানিয়ে ফেলেছেন সুজির হালুয়া। ইনস্টাগ্রামে নিজেই সেই ছবি দিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। লিখেছিলেন, ‘আমি বানিয়েছি’। এ বার বউয়ের হাতের রান্নায় মুগ্ধ ভিকিও ছবি দিলেন ইনস্টাগ্রামে। সঙ্গে ঢালাও প্রশংসা। ভিকি লিখেছে, ‘সেরা স্বাদের হালুয়া!’
সূত্র: পিঙ্কভিলা