মা অমৃতা সিংকে মিথ্যা বলে বিপাকে পড়ে যান বলিউড তারকা সারা আলি খান। তবে এর আগে কখনো মায়ের কাছে মিথ্যা বলেননি তিনি। মেয়ে কোথায় যাচ্ছেন, কী করছেন- সব কিছুরই বেশ খেয়াল রাখতেন অমৃতা। এ কারণেই মিথ্যা বলার পর বিপত্তিতে পড়েছিলেন সারা।
সাইফ আলী খানের মেয়ে সারা সম্প্রতি কপিল শর্মা অনুষ্ঠানে হাজির হয়ে ছোটবেলার গল্প শোনান। তার ভাষ্যমতে, জানি মিথ্যা বলা খারাপ। তখনই শিক্ষা হয়ে যায়… মাকে বলেছিলাম, পাশের বাড়ি যাচ্ছি। কিন্তু লোকাল ট্রেন ধরে চলে গেছিলাম এলফিনস্টোন রোডে।
বলি তারকার মেয়ে জানান, এক বন্ধুর সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন। পরদিন সকালেও মায়ের কাছে একই মিথ্যা বলেন তিনি।
অভিনেত্রী জানান, কিন্তু যা হাওয়ার তা আগেই ঘটে যায়। এক সাংবাদিক তার মাকে ফোন করে বলেন, আপনি আপনার মেয়েকে এতো ভালো শিক্ষা দিয়েছেন, যা দেখে ভালো লাগছে। তারকা দম্পতির সন্তান হয়েও লোকাল ট্রেনে যাতায়াত করেন আপনার মেয়ে, এটাই বিশাল ব্যাপার।
সারা আরও জানান, সাংবাদিকের ওই ফোনেই সমস্ত কৌশল বিফলে যায়। আর মায়ের কাছে ধরা পড়ে যান তিনি।
অভিনেত্রী জানান, ওই সাংবাদিক ছবিও তুলেছিলো। কিন্তু ভাগ্যক্রমে সেই ছবি কোনো দিন কোনো গণমাধ্যমে আসেনি। আর এই ঘটনা থেকেই শিক্ষা নেন সারা আলী খান।