৯৪তম একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার)-এর ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়ল বাংলাদেশের আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। এই খবরে মন খারাপ নির্মাতা কর্তৃপক্ষের।
এই বিভাগে বিশ্বের ৯২টি দেশের ৯২টি সিনেমা জমা পড়েছিল। সম্প্রতি সেখান থেকে প্রাথমিক ভোটের জন্য ১৫টি সিনেমার সংক্ষিপ্ত নাম প্রকাশ করে অস্কার কমিটি। কিন্তু সেই তালিকায় নাম নেই ‘রেহানা মরিয়ম নূর’-এর।
এই ছবিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ। ৩৭ বছর বয়সী একজন সহকারী অধ্যাপকের জীবনসংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে এখানে। ছবিটির প্রধান চরিত্রে ‘রেহানা’ নামে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।
এর বিভিন্ন চরিত্রে আরও আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি ও অভ্রদিত চৌধুরী।
‘রেহানা মরিয়ম নূর’ চলতি বছরে ‘কান চলচ্চিত্র উৎসব’-এ অংশ নিয়েছিল। সেখানে ছবিটি বেশ প্রশংসিত হয়। এরপর লন্ডনের একটি চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয় এটি। এছাড়া মেরবোর্ন ও বুসান চলচ্চিত্র উৎসব থেকেও ছবিটি আমন্ত্রণ পায়।