করোনামুক্ত হওয়ার খবর জানিয়ে কারিনা লিখেছেন, ‘আমার কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এই কঠিন সময়ে সব কিছু সামলে নেওয়ার জন্য আমার প্রিয় দিদিকে ধন্যবাদ।’
করনের ঘরোয়া পার্টি থেকেই ফিরে করোনায় আক্রান্ত হন কারিনা। তার সঙ্গে আক্রান্ত হয়েছিলেন তার সব চেয়ে কাছের বন্ধু অমৃতা আরোরা। বর্তমানে তিনিও সুস্থ আছেন। প্রিয় বন্ধুকে উদ্দেশ্য করে কারিনা লিখেছেন, ‘প্রিয় অমৃতা, আমরা পেরেছি।’ এর পরেই পাশে থেকে সাহায্যের জন্য পরিবার-পরিজন এবং ঘনিষ্ঠ বন্ধু, চিকিৎসক এবং পৌরসভার কর্মীদের ধন্যবাদ দিয়েছেন কারিনা।
বলিউড বেবো ধন্যবাদ জানাতে ভোলেননি তার জীবনসঙ্গীকে। তার উদ্দেশে কারিনা লিখেন, ‘সব শেষে ধন্যবাদ জানাব আমার স্বামীকে। পরিবারের থেকে দূরে হোটেলের ঘরে ধৈর্য ধরে বন্দি থাকার জন্য।’
কারিনার এই কঠিন সময়ে সাইফ তার সঙ্গ ছাড়েননি। কারিনা যে বাসায় কোয়ারেন্টাইনে ছিলেন তার উল্টো দিকের এক বহুতলে কিছুদিনের জন্য উঠে পড়েছিলেন সাইফ আলি খান।
সাইফ লাল রঙের সাদাসিধে টি শার্টে গরম চায়ের কাপ হাতে দূর থেকেই স্ত্রীকে দেখে নিচ্ছিলেন মন ভরে। তাকে এক পলক দেখতে সাইফের এই আকুলতা লেন্সবন্দি করেছিলেন বেবো নিজেই। সেই ছবি দিয়ে লিখেছেন, ‘এ করোনাকালেও আমরা পরস্পরকে এভাবেই ভালোবাসছি।’
অবশেষে বড় দিনের এই আনন্দে কারিনা তার দুই ছেলেকে নিয়ে মেতে উঠবেন আনন্দে।