সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড তারকা সালমান খান। নিজের বাগান বাড়িতে ৫৬তম জন্মদিনের উৎসবের প্রস্তুতি সারতে গিয়ে এমন পরিস্থিতির শিকার হতে হয় তাকে। সালমান খানের শরীরে তিনবার কামড় বসায় সাপটি।
শনিবার মধ্য রাতের এই অঘটনের পর রোববার (২৭ ডিসেম্বর) একটু সুস্থ হয়ে সালমান খান নিজেই বিস্তারিত ঘটনা জানান ভারতীয় সংবাদমাধ্যমে। তিনি বলেন, পানভেলে নিজের বাগান বাড়িতে একটি সাপ ঢুকে পড়ে। এসময় লাঠি দিয়ে সেই সাপটিকে তুলে বাইরের জঙ্গলে ফেলে আসার চেষ্টা করি। কিন্তু ধীরে ধীরে সাপটি আমার হাতে উঠে আসে। আমি হাত দিয়ে সাপটিকে ধরি। তারপরেই তিন বার আমার হাতে কামড় বসায় সাপটি।
সাপটিকে দেখে বিষাক্ত মনে হয়েছিল সালমানের। তিনি বলেন, এ কারণে হাসপাতালে ছয় থেকে সাত ঘণ্টা থাকতে হয়েছে আমাকে। এখন যদিও ঠিকই আছি।
সালমনের মতে সাপটি বিষাক্ত হলেও তার বাবা সেলিম খান এবং ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, সাপটির বিষ নেই। তাই কোন তথ্য সত্যি, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।
টাইমস অব ইন্ডিয়াকে সেলিম খান জানিয়েছেন, সাপটি বিষধর না হওয়ায় ফার্ম হাউজ থেকে খানিক দূরে জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে। সালমানের বাবা আরও বলেন, সালমানকে সাপটি কামড় দেয়া মাত্র বাড়ির কর্মীরা তাকে ধরে ফেলে। যেহেতু সাপটিতে বিষ ছিল না তাই তাকে জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, আজ সোমবার (২৭ ডিসেম্বর) নিজের ৫৬তম জন্মদিন পালন করবেন নিজের বাগান বাড়ি পানভেলে। সঙ্গে থাকবেন পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা। এমনই পরিকল্পনা ছিল ‘ভাইজান’-এর। শেষমেশ এই দিনটি কী ভাবে কাটাবেন সালমন, তা নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর।