দেশীয় শোবিজের পাওয়ার কাপল নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সংসারে নতুন অতিথি আসছে। মা হতে যাচ্ছেন তিশা।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ফারুকীর সঙ্গে ফেসবুকে দুটি ছবি পোস্ট করে সুখবর দিলেন তিশা। নিজেই জানালেন— মা হচ্ছেন তিনি।
ওই ফেসবুক পোস্টে তিশা লিখেছেন, আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন, ‘‘আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেন?’’ কিংবা ‘‘আমি কেনো সবকিছুতে অনুপস্থিত?’’ এই ছবিটাতেই নিশ্চয় সবকিছুর উত্তর পাচ্ছেন।
তিনি আরও লিখেছেন, আমি অনুপস্থিত কারণ আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।
উল্লেখ্য, ভালোবেসে ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বিয়ের এগার বছর পর এবার বাবা-মা হতে যাচ্ছেন তারা। এদিকে দুই তারকার বাবা-মা হওয়ার খবরে দারুণ উচ্ছ্বসিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।